ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

করপোরেট কর হার ১০ শতাংশ চায় বিজিএমইএ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫১ ঘণ্টা, জুন ৯, ২০১৮
করপোরেট কর হার ১০ শতাংশ চায় বিজিএমইএ সংবাদ সম্মেলনে অতিথিরা। ছবি: জিএম মুজিবুর

ঢাকা: প্রস্তাবিত ২০১৮-১৯ অর্থবছরের বাজেটে করপোরেট কর হার ১০ শতাংশের দাবি জানিয়েছে পোশাকশিল্প প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

শনিবার (০৯ জুন) রাজধানীর বিজিএমইএ ভবনে প্রস্তাবিত ২০১৮-১৯ অর্থবছরের বাজেট বিষয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন সংগঠনটির সভাপতি মো. সিদ্দিকুর রহমান।

সংবাদ সম্মেলনে সিদ্দিকুর রহমান অভিযোগ করে বলেন, প্রস্তাবিত বাজেটে করপোরেট কর হার ১২ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ এবং সবুজ শিল্পের জন্য ১০ শতাংশ থেকে ১২ শতাংশ করা হয়েছে।

অথচ আমাদের অনুরোধ ছিল করপোরেট কর হার ১২ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশে নির্ধারণ করা।

তিনি আরো বলেন, ব্যাংকে করপোরেট কর হার ২ দশমিক ৫ শতাংশ কমানো হলেও আমাদের বাড়ানো হলো কোন যুক্তিতে তা নিয়ে আমরা সন্ধিহান।

বিজিএমএ সভাপতি বলেন, করপোরেট কর হার বাড়ানোর ফলে পোশাক শিল্পের উদ্যোক্তারা নিরুৎসাহিত হবে। তাই সরকারের কাছে পোশাক শিল্প মালিকদের দাবি, এ কর হার পুনর্বিবেচনা করা হেক।

সংবাদ সম্মেলনে বিজিএমইএর নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, জুন ০৯, ২০১৮
ইএআর/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।