ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রূপালী ব্যাংকের ম্যানেজার বরখাস্ত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২২ ঘণ্টা, জুন ১৪, ২০১৮
রূপালী ব্যাংকের ম্যানেজার বরখাস্ত

ঢাকা: টাকা জমা দেওয়া নিয়ে গ্রাহকের সঙ্গে অসদাচরণের দায়ে রূপালী ব্যাংক উত্তরা মডেল টাউন কর্পোরেট শাখার উপ-মহাব্যবস্থাপক মো. আমিনুল ইসলামকে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৪ জুন) প্রধান কার্যালয়ের এক আদেশে তাকে দায়িত্ব থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।  
 
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ১২ জুন একজন গ্রাহক এক লাখ ২০ হাজার টাকা জমা দিতে আসেন উত্তরা মডেল টাউন কর্পোরেট শাখায়।

ওই গ্রাহক ক্যাশিয়ারের কাছে পুরো টাকা ও জমার ভাউচার দিলেও ক্যাশ কর্মকর্তা ১০ হাজার টাকা কম আছে বলে জানান।  
 
গ্রাহক এতে অস্বীকৃতি জানালে দিনের মোট লেনদেনের হিসাব কষতে অফিস শেষ হওয়া পর্যন্ত বসিয়ে রাখা হয়। এসময় গ্রাহক বিষয়টি ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন।  
 
ভিডিও প্রকাশের খবর ব্যাংকের ব্যস্থাপনা পরিচালকের নজরে এলে একজন মহাব্যবস্থাপককে সঙ্গে নিয়ে শাখা পরিদর্শনে যান। ঘটনার সত্যতা পাওয়া যাওয়ার পর তাকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।  
 
বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, জুন ১৪, ২০১৮
এসই/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।