ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আইএফআইসি ব্যাংকের ৪১তম বার্ষিক সাধারণ সভা

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৭ ঘণ্টা, জুন ২৫, ২০১৮
আইএফআইসি ব্যাংকের ৪১তম বার্ষিক সাধারণ সভা আইএফআইসি ব্যাংক লিমিটেডের ৪১তম বার্ষিক সাধারণ সভা।

ঢাকা: আইএফআইসি ব্যাংক লিমিটেডের ৪১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৪ জুন) সকাল ১১টার দিকে রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে এ সভার আয়োজন করা হয়।

ব্যাংকের চেয়ারম্যান সালমান এফ রহমানের সভাপতিত্বে সভায় ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য আনোয়ারুজ্জামান চৌধুরী, জালাল আহমদ, এ আর এম নাজমুস সাকিব, কামরুন্নাহার আহমেদ, রাবেয়া জামালী এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শাহ এ সারওয়ার উপস্থিত ছিলেন।

উল্লেখযোগ্য সংখ্যক শেয়ার মালিকের উপস্থিতিতে সভায় অন্যান্য বিষয়ের মধ্যে ২০১৭ সালে সমাপ্ত বছরে ব্যাংকের নিরীক্ষিত আর্থিক বিবরণী এবং তার ওপর নিরীক্ষক ও পরিচালকদের প্রতিবেদন এবং ১২ শতাংশ বোনাস শেয়ার বিতরণের প্রস্তাব অনুমোদিত হয়।

ব্যাংকের সুদের হারের বিষয়ে উল্লেখ করে ব্যাংকের চেয়ারম্যান বলেন, বিভিন্ন চ্যালেঞ্জ সত্ত্বেও সংশ্লিষ্ট সবার সম্মিলিত চেষ্টায় নতুন নতুন প্রডাক্ট ও সেবা নিয়ে আইএফআইসি ব্যাংক উত্তরোত্তর উন্নতি করছে। তিনি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১১০৪ ঘণ্টা, জুন ২৫, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।