ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

শনিবার এনবিআর অফিস খোলা থাকবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৮ ঘণ্টা, জুন ২৮, ২০১৮
শনিবার এনবিআর অফিস খোলা থাকবে

ঢাকা: ২০১৭-১৮ অর্থবছরের শেষ কার্যদিবস ও সাপ্তাহিক ছুটির দিন শনিবার (৩০ জুন) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর, ভ্যাট এবং শুল্ক বিভাগের শাখা অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জুন) প্রতিষ্ঠানটির সিনিয়র তথ্য কর্মকর্তা এ মুমেন বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।
 
তিনি বলেন, রাজস্ব আহরণের স্বার্থে এনবিআরের অধীন মাঠপর্যায়ে আয়কর, ভ্যাট ও শুল্ক অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্যদিকে সংশ্লিষ্ট এলাকার তফসিলি ব্যাংকগুলোকে খোলা রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংকও।

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, জুন ২৮, ২০১৮
এমএফআই/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।