ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সিআইআই’র শুভেচ্ছা দূত হলেন ফারজানা চৌধুরী

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, জুলাই ২, ২০১৮
সিআইআই’র শুভেচ্ছা দূত হলেন ফারজানা চৌধুরী ফারজানা চৌধুরী

গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও ফারজানা চৌধুরী যুক্তরাজ্যের চার্টার্ড ইনস্যুরেন্স ইনস্টিটিউটের (সিআইআই) শুভেচ্ছা দূত নির্বাচিত হয়েছেন।

সম্প্রতি প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বিশ্বের আরও ক’জনকে শুভেচ্ছা দূত নির্বাচিত করার পাশাপাশি বাংলাদেশের এই অর্থনীতিবিদকেও এ সম্মানে ভূষিত করা হয়।

ফারজানা চৌধুরী অস্ট্রেলিয়ার মনাশ বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসা প্রশাসনে মাস্টার ডিগ্রিধারী।

কর্মজীবনে তিনি ব্র্যাক ব্যাংকে সাত বছরেরও বেশি সময় ধরে এসএমই ব্যাংকিংয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ব্র্যাকের গ্রামীণ উন্নয়ন কার্যক্রমে পাঁচ বছর আঞ্চলিক ব্যবস্থাপকের দায়িত্বও পালন করেন তিনি।

২০১৩ সালের অক্টোবরে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্সের এমডি ও সিইও হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ফারজানা চৌধুরী।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, জুলাই ০২, ২০১৮
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।