ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পূর্বাচল আমেরিকান সিটির আবাসন মেলা ওয়েস্টিনে

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৫ ঘণ্টা, জুলাই ৪, ২০১৮
পূর্বাচল আমেরিকান সিটির আবাসন মেলা ওয়েস্টিনে

ঢাকা: পূর্বাচল আমেরিকান সিটির আয়োজনে বৃহস্পতিবার (৫ জুলাই) থেকে চার দিনব্যাপী একক আবাসন মেলা ঢাকার হোটেল ওয়েস্টিনে শুরু হতে যাচ্ছে। মেলার আয়োজন করেছে বাংলাদেশে আবাসন খাতের অন্যতম প্রতিষ্ঠান ইউএস-বাংলা অ্যাসেস্টস।

এরইমধ্যে বন্দরনগরী চট্টগ্রাম, আমেরিকার নিউইয়র্ক ও কানাডার টরেন্টোতে মেলা অনুষ্ঠিত হয়েছে। দেশে এবং বিদেশের মেলাগুলোতে আশানুরূপ সাড়া পাওয়া গেছে।

পর্যায়ক্রমে ঢাকার বিভিন্ন অঞ্চলে এবং দেশের বিভিন্ন জেলা শহরে পূর্বাচল আমেরিকান সিটির একক আবাসন মেলা আয়োজনের পরিকল্পনা করছে ইউএস-বাংলা অ্যাসেস্টস।

আগামী ৫-৮ জুলাই হোটেল দি ওয়েস্টিন, গুলশান, ঢাকায় মেলা চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে মেলা। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশি অধ্যুষিত বিভিন্ন শহরে পূর্বাচল আমেরিকান সিটির একক আবাসন মেলার পরিকল্পনা নেওয়া হয়েছে।  

‘এবার হোক-জমিতেই বিনিয়োগ’ শ্লোগানকে সামনে রেখে ইউএস-বাংলা অ্যাসেস্টস এ মেলায় দিচ্ছে সুবর্ণ সুযোগ। পূর্বাচল আমেরিকান সিটির প্রকল্পে সর্বশেষ পরিকল্পনার অংশ হিসেবে এরইমধ্যে ডুপ্লেক্স জোন তৈরির সিদ্ধান্ত নিয়েছে এবং আগামী ২০২০ সালের জুন মাসের মধ্যে হস্তান্তরের পরিকল্পনাও করেছে ইউএস-বাংলা অ্যাসেস্টস।

ইউএস-বাংলা গ্রুপের অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- ইউএস-বাংলা এয়ারলাইন্স, গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইউএস-বাংলা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, ইউএস-বাংলা লেদার, ইউএস-বাংলা ফুটওয়্যার, ইউএস-বাংলা অটোমোবাইলস্, ইউএসবি এক্সপ্রেস প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, জুলাই ০৪,২০১৮
পিআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।