ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

কোম্পানি আইনজীবী অ্যাসোসিয়েশনের নেতৃত্বে দেলোয়ার-আনোয়ার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, জুলাই ৪, ২০১৮
কোম্পানি আইনজীবী অ্যাসোসিয়েশনের নেতৃত্বে দেলোয়ার-আনোয়ার

কোম্পানি আইনজীবীদের সংগঠন ‘বাংলাদেশ কোম্পানি ল’ প্র্যাকটিশনারস্ সোসাইটি’র ২০১৮-২০১৯ মেয়াদের কার্যকরী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে।

সম্প্রতি ঢাকার সেগুনবাগিচার বাগিচা রেস্টুরেন্ট এ নির্বাচন সম্পন্ন হয়।

নির্বাচনে সাবেক এমপি অ্যাডভোকেট মো. দেলোয়ার হোসেন খাঁন সভাপতি, অ্যাড. মো. আনোয়ার হোসেন সাধারণ সম্পাদক এবং অ্যাড. আশরাফ হোসেন খান সাংগঠনিক সম্পাদক পদে পুনর্নির্বাচিত হন।

 

কমিটির অন্য সদস্যরা হলেন; সিনিয়র সহ-সভাপতি অ্যাড. ড. মো. আব্দুল ওয়াদুদ, সহ-সভাপতি অ্যাড. একেএম বদরুদ্দোজা, অ্যাড. এইচএম জাহাঙ্গীর, অ্যাড. এমএ লতিফ, অ্যাড. হাজী মো. আব্দুল মোতালিব, অ্যাড. একেএম আব্দুল আউয়াল, অ্যাড. মো. সিদ্দিকুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. মো. রাশেদুল হাসান কয়েছ, যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. সৈয়দা মাসুমা আক্তার, মশিউর রহমান, মোহাম্মদ সোলায়মান, অর্থ সম্পাদক মো. মনিরুল ইসলাম, যুগ্ম-অর্থ সম্পাদক অ্যাড. মো. শাখাওয়াত হোসেন, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আজহারুল ইসলাম,, সমাজকল্যাণ সম্পাদক মো. আলী তালুকদার, দপ্তর সম্পাদক মো. সানোয়ার হোসেন, লাইব্রেরি সম্পাদক অ্যাড. মো. আবুল হাসিব, ক্রীড়া সম্পাদক অ্যাড. খন্দকার হাসান শাহরিয়ার, সাংস্কৃতিক সম্পাদক মো. ফয়েজ উল্লাহ, প্রচার ও যোগাযোগ সম্পাদক মো হেলাল উদ্দিন এবং কার্যকরী পরিষদের সদস্য অ্যাড. মো. আনোয়ার হোসেন, মো. আবু নাছের মজুমদার (মেজবাহ), মো. মাহফুজুল হক (ফুয়াদ), অ্যাড. পারভীন আক্তার, নির্মল চন্দ্র বিশ্বাস, এফসিএ, মোহাম্মদ কামরুল ইসলাম ভুঁইয়া, কিসলুর রহমান ও আমিনুল হক।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৮
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।