ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

গৌরীপুর পৌরসভার বাজেট ঘোষণা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২১ ঘণ্টা, জুলাই ৫, ২০১৮
গৌরীপুর পৌরসভার বাজেট ঘোষণা গৌরীপুর পৌরসভার বাজেট ঘোষণা। ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: ময়মনসিংহের গৌরীপুর পৌরসভায় নতুন কোনো করারোপ ছাড়াই ২০১৮-১৯ অর্থ বছরে ৫৩ কোটি ৩৩ লাখ ২০ হাজার ১৮০ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ জুলাই) দুপুরে পৌরসভা মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ বাজেট ঘোষণা করেন পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম।

এতে ব্যয় ধরা হয়েছে ৫৩ কোটি ১০ লাখ ২৭ হাজার ২০ টাকা এবং উদ্বৃত্ত ধরা হয়েছে ২৫ লাখ ৯৩ হাজার ১৬০ টাকা।

এসময় উপস্থিত ছিলেন- গৌরীপুর পৌরসভার ভারপ্রাপ্ত সচিব মদন মোহন দাস, প্যানেল মেয়র দেওয়ান মাসুদুর রহমান খান সুজন, এস এম আলী আহাম্মদ খান, শিউলী চৌধুরী, পৌর মহিলা কাউন্সিলর দিলুয়ারা আক্তার, জেসমিন আক্তার, পৌর কাউন্সিলর মাসুদ মিয়া রতন, আতাউর রহমান আতা, সাইফুল ইসলাম রিপন, নুরুল ইসলাম, ইমরান মুন্সী, প্রশাসনিক কর্মকর্তা জয়নাল আবেদীন, কর নির্ধারক শ্যামল চন্দ্র সরকার, হিসাবরক্ষক মঞ্জুরুল হক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৮
এমএএএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।