ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এডিবির অর্থ ছাড়ের গতি বেশ ভালো

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, জুলাই ৮, ২০১৮
এডিবির অর্থ ছাড়ের গতি বেশ ভালো

ঢাকা: ‘বাংলাদেশে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ঋণ সহায়তার অর্থ ছাড়ের গতি বেশ ভালো’ এমন মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

রোববার (৮ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রীর দপ্তরে এডিবির কান্ট্রি ডিরেক্টরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।  
 
অর্থমন্ত্রী মুহিত বলেন, ২০১৭-১৮ অর্থবছরে এডিবি ১ দশমিক ২ বিলিয়ন ডলার ঋণ সহায়তা ছাড় করেছে।

চলতি (২০১৮-১৯) অর্থবছরে সেটা দুই বিলিয়ন ডলার ছাড়াবে বলে আশা করছি।
 
‘বাংলাদেশে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য ২০ কোটি ডলার অনুদানের প্রতিশ্রুতি দিয়েছিলো এডিবি। ইতিমধ্যে ১০ কোটি ডলার দিয়েছে। বাকি অর্থ চলতি অর্থবছর দেবে বলে আশা করছি। ’
 
বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৮
এসই/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।