ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের বোর্ডসভা ২৬ জুলাই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৭ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৮
প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের বোর্ডসভা ২৬ জুলাই

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বোর্ডসভা আগামী ২৬ জুলাই অনুষ্ঠিত হবে। ওইদিন কোম্পানির ৩১ ডিসেম্বর ২০১৭ অর্থবছরের অডিটেড আর্থিক প্রতিবেদন এবং ২০১৮ অর্থবছরের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

মঙ্গলবার (১৭ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ডিএসই’র লিস্টিং রেগুলেশন- ২০১৫ অনুসারে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির বোর্ডসভার দিন ২৬ জুলাই বিকেল ৩টায় নির্ধারণ করা হয়েছে।

এদিন প্রথমে ৩১ ডিসেম্বর ২০১৭ সালের আর্থিক প্রতিবেদন পর‌্যালোচনা করা হবে। এরপর ৩১ মে ২০১৮ অর্থবছরের প্রথম প্রান্তিক ও ৩০ জুন অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করার হবে।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৮
এমএফআই/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।