ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিনিয়োগ আনতে জাপান গেলেন বাণিজ্যমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, জুলাই ২২, ২০১৮
বিনিয়োগ আনতে জাপান গেলেন বাণিজ্যমন্ত্রী

ঢাকা: বাংলাদেশ ও জাপানের মধ্যে বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে এবং দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক আলোচনা জন্য ছয়দিনের সফরে টোকিও গেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

রোববার (২২ জুলাই) দুপুরে তিনি জাপানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। সেখানে অবস্থানকালে বাণিজ্যমন্ত্রী দেশটির পররাষ্ট্রমন্ত্রী,  অর্থমন্ত্রী,  বাণিজ্য ও শিল্পমন্ত্রী এবং জেটরোর চেয়ারম্যানের সঙ্গে দ্বি-পক্ষীয় বৈঠক করবেন।


 
 ‘ওয়াল্ড এক্সপো-২০২৫’ আয়োজনে জাপানের প্রার্থিতা সম্পর্কে আলোচনা করতে টোকিও সফর করছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।  

বাণিজ্য মন্ত্রণালয় সূত্র বলছে, বাংলাদেশের উন্নয়ন সহযোগীদের মধ্যে অন্যতম জাপান। বিগত ২০১৬-২০১৭ অর্থবছরে বাংলাদেশ ১.১ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য জাপানে রপ্তানি করেছে।  

একই সময়ে আমদানি করেছে এক দশমিক ৮৩ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য।  

জাপান বাংলাদেশকে শুল্কমুক্ত জিএসপি সুবিধা দিচ্ছে। ফলে জাপানের বাজারে বাংলাদেশের তৈরি পণ্যের রপ্তানি দ্রুত বাড়ছে।  

সফরে বাণিজ্যমন্ত্রীর সঙ্গী হয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই-এর প্রেসিডেন্ট সফিউল ইসলাম মহিউদ্দিন, বিজিএমইএ-এর প্রেসিডেন্ট সিদ্দিকুর রহমান, পরিচালক মনির হোসেন, ফারমার্স ব্যাংকের চেয়ারম্যান ড. চৌধুরী নাফিজ সারাফাতসহ ছয় সদস্যের ব্যবসায়ী প্রতিনিধিদল।  

আগামী ২৭ জুলাই বাণিজ্যমন্ত্রীর দেশে ফেরার কথা বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।  

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, জুলাই ২২, ২০১৮ 
আরএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।