ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

মাইডাস ফাইন্যান্সের ৩৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১০
মাইডাস ফাইন্যান্সের ৩৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত মাইডাস ফাইন্যান্স শেয়ারহোল্ডারদের জন্য ৩৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে। সোমবার কোম্পানির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।



ঘোষণা অনুযায়ী প্রতি ২০টি শেয়ারে সাতটি বোনাস শেয়ার দেওয়া হবে। কোম্পানির অর্থ বছর শেষ হয়েছে গত ৩০ জুন।
 
আলোচ্য বছরে কোম্পানি ১৭ কোটি ১৪ লাখ টাকা নিট মুনাফা অর্জন করেছে। এর শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৪২.৩৪ টাকা এবং শেয়ার প্রতি মোট সম্পদ মূল্য (এনএভি) হচ্ছে ১৬২.৩২ টাকা।  

আগামী ৪ নভেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। শেয়ারের রেকর্ড ডেট হচ্ছে ২১ সেপ্টেম্বর।  

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা , ০৬ সেপ্টেম্বর , ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।