ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজের পরিবেশক সম্মেলন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫০ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৮
রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজের পরিবেশক সম্মেলন সম্মেলন অনুষ্ঠানে পরিবেশকরা-ছবি: বাংলানিউজ

ঢাকা: আরএফএল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি রাজধানীর বসুন্ধরায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজের পণ্য গ্যাস স্টোভ, ওয়াটার পাম্প, ওয়িং স্কেল, কিচেন সিঙ্কসহ বিভিন্ন পণ্য পরিবেশনের সঙ্গে সংশ্লিষ্ট প্রায় আড়াই হাজার পরিবেশক অংশ নেন।

অনুষ্ঠানে আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল, রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চীফ অপারেটিং অফিসার তাকবির রহমান, জিএম (মার্কেটিং) চৌধুরী ফজলে আকবার, সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার নাজমুল হকসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।