ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

প্র্যাবের দ্বিতীয় সাধারণ সভা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৮
প্র্যাবের দ্বিতীয় সাধারণ সভা প্র্যাবের দ্বিতীয় সাধারণ সভা, ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ পাবলিক রিলেশন্স অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (প্র্যাব) দ্বিতীয় সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ জুলাই) রাজধানীর ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন পাবলিক রিলেশন্স অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের সভাপতি আতাউর রহমান ও অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মনিরুজ্জামান টিপু।

সভায় সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য ৩৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।

এসময় সভায় ইকোনমিক রিপোর্টার্স ফোরামের প্রেসিডেন্ট সাইফ ইসলাম দিলাল ও সাবেক প্রেসিডেন্ট সুলতান মাহমুদ বাদলসহ বিভিন্ন ব্যাংকের জনসংযোগ ও ব্রান্ডিংয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।