ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

শিখরের যাত্রায় যুগান্তকারী উদ্ভাবন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫০ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৮
শিখরের যাত্রায় যুগান্তকারী উদ্ভাবন অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির উপ-ব্যবস্থাপনা পরিচালক নবাবসিরাজ-উদ-দৌলা।

ঢাকা: দেশের অন্যতম ইস্পাত শিল্প প্রতিষ্ঠান কেএসআরএম এবার ইস্পাত শিল্পে নিয়ে এলো নতুন উদ্ভাবন কেএসআরএম প্রিমিয়াম ৮০ গ্রেড। 

সোমবার (৩০ জুলাই) প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, কেএসআরএম ইস্পাত শিল্পের নতুন উদ্ভাবন প্রিমিয়াম ৮০ গ্রেড মেট্রোরেল, পাওয়ার প্ল্যান্ট, বৃহৎকার সেতু, টানেল, ফ্লাইওভার ও গগনচুম্বী অট্টালিকা নির্মাণের জন্য বিশেষভাবে তৈরি।

যা নির্মাণ শিল্পে নিশ্চিত করে বাড়তি সুরক্ষা। প্রিমিয়াম ৮০ গ্রেড এর নতুন উদ্ভাবন উপলক্ষে সম্প্রতি কেএসআরএম-এর প্রধান কার্যালয়ে একটি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির উপ-ব্যবস্থাপনা পরিচালক নবাবসিরাজ-উদ-দৌলা, সেলিম উদ্দিন, করিমউদ্দিন কেক কেটে কেএসআরএম প্রিমিয়াম ৮০ গ্রেড ইস্পাত এর যাত্রা শুরু করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের মেহেরুল করিম, এনামুল হক, ডিরেক্টর (মার্কেটিং অ্যান্ড সেলস), জেনারেল ম্যানেজার মো. জসিমউদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৮
পিআর/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।