ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

গ্রিন ডেল্টা-সোলারগাঁও কৃষিবিমা চুক্তি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৫ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৮
গ্রিন ডেল্টা-সোলারগাঁও কৃষিবিমা চুক্তি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান।

ঢাকা: সম্প্রতি গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেড (জিডিআইসি) ও সোলারগাঁও লিমিটেড আবহাওয়া বিষয়ক কৃষিবিমার উপর একটি চুক্তি করেছে। এই চুক্তি অনুসারে জিডিআইসি বাংলাদেশের উত্তরাঞ্চলে সোলারগাঁওয়ের চাষিদের বিমা সুবিধা দেবে। 

জিডিআইসির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও কোম্পানি সেক্রেটারি মইনুদ্দীন আহমেদ এবং সোলাগাঁওয়ের ম্যানেজিং ডিরেক্টর সুফি ইকবাল আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ চুক্তিতে সই করেন।  

এসময় ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশনের প্রেরণা শর্মা, প্রেমাশীষ মুখার্জিসহ ওই দুই প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৮
এনএইচটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।