ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

তিতাসের সঙ্গে ওয়ান ব্যাংকের চুক্তি স্বাক্ষর

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৯ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৮
তিতাসের সঙ্গে ওয়ান ব্যাংকের চুক্তি স্বাক্ষর তিতাস-ওয়ান ব্যাংকের চুক্তি স্বাক্ষর। ছবি: বাংলানিউজ

ঢাকা: ওয়ান ব্যাংক লিমিটেড ও তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সোমবার (১৯ আগস্ট) ওয়ান ব্যাংক লিমিটেডের অতিরিক্ত উপ-ব্যবস্থাপনা পরিচালক রোজিনা আলিয়া আহমেদ এবং তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের জেনারেল ম্যানেজার অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড কোম্পানি সেক্রেটারি (অতি. দায়িত্ব) মাহমুদুর রব নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

চুক্তি অনুসারে, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের গ্রাহকরা ওয়ান ব্যাংকের যেকোনো শাখায় গ্যাস বিল দিতে পারবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মীর মশিউর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।