ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ঈদে পাঁচদিন বন্ধ থাকবে বেনাপোল স্থলবন্দর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩০ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৮
ঈদে পাঁচদিন বন্ধ থাকবে বেনাপোল স্থলবন্দর বেনাপোল স্থলবন্দর, ছবি: বাংলানিউজ

বেনাপোল (যশোর): পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দর দিয়ে পাঁচদিন ভারতের পেট্রাপোল বন্দরের সঙ্গে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকবে। তবে এ সময় দু’দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।

সোমবার (২০ আগস্ট) বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) আমিনুল ইসলাম ‍বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

তিনি জানান, ঈদ উপলক্ষে ২১ আগস্ট (মঙ্গলবার) থেকে ২৫ আগস্ট (শনিবার) পর্যন্ত টানা পাঁচদিন বন্দরের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

এরপর রোববার (২৬ আগস্ট) থেকে যথারীতি বন্দরের সব কাজ চলবে।  

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ করিম জানান, ছুটির সময়ে বেনাপোল বন্দরে বাণিজ্যের সঙ্গে জড়িত সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক রয়েছে পুলিশ।

ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, ছুটির মধ্যেও বেনাপোল ইমিগ্রেশন দিয়ে যাত্রীরা যাতে স্বাভাবিকভাবে যাতায়াত করতে পারেন তার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।