ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

হাত বদলেই ইলিশের দাম দ্বিগুন!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৪ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৮
হাত বদলেই ইলিশের দাম দ্বিগুন! কারওয়ান বাজারে ইলিশের পসরা নিয়ে বসেছেন বিক্রেতারা

ঢাকা: রাজধানীর পাইকারি বাজারগুলোর মধ্যে সবার কাছে কমবেশি জনপ্রিয় কারওয়ান বাজার। এখানে মাছ, মাংসসহ সব রকমের শাক-সবজি পাইকারি ও খুচরার কিনতে পারেন ক্রেতারা।

কিন্তু পণ্যভেদে পাইকারি ও খুচরায় দামের ব্যবধান কোনো কোনো সময় দ্বিগুনের বেশি হয়। অর্থাৎ হাত বদল হওয়ায় সঙ্গে সঙ্গেই পণ্যটির দামও আকাশ ছোঁয়া হয়ে যায় এ বাজারে।

আর বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে।

মঙ্গলবার (২৮ আগস্ট) কারওয়ান বাজারের পাইকারি মার্কেটে এক কেজি ওজনের ইলিশ প্রতিহালি তিন হাজার টাকায় বিক্রি করতে দেখা যায়। অথচ পাইকারি বাজার থেকে মাত্র ১০০ গজ দূরে কিচেন মার্কেটের মাছ বাজারে প্রতিহালি ইলিশের দাম চাওয়া হয় সাত হাজার টাকা। তবে ক্রেতা যদি দাম-দর না করেন তাহলে ছয় হাজার টাকা হালিতে মাছ বিক্রি করবেন বিক্রেতা।

বাজার ঘুরে দেখা যায়, পাইকারি বাজারে ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হয় প্রতিহালি ২ হাজার টাকায়, ৫০০ থেকে ৬০০ গ্রাম ওজনের ইলিশ প্রতিকেজি ৬০০ টাকায়, ২৫০ থেকে ৩০০ গ্রামের ইলিশ প্রতিকেজি ৩০০ টাকা। এছাড়া জাটকা ২৫০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা যায়।  

কিন্তু কিচেন মার্কেটের মাছ বাজারে ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশ প্রতিহালি সাড়ে ৪ হাজার টাকায়, ৫০০ থেকে ৬০০ গ্রাম ওজনের ইলিশ প্রতিকেজি ১২০০ টাকায়, ২৫০ থেকে ৩০০ গ্রামের ইলিশ প্রতিকেজি ৫৫০ থেকে ৬০০ টাকায় বিক্রি করতে দেখা যায়।

মাত্র ১০০ গজ দূরে মাছের দামের এমন ‘ব্যবধান’র বিষয়ে আতোয়ার রহমান নামে এক ক্রেতা বলেন, পাইকারি বাজারে যে মাছ ৫০০ টাকায় বিক্রি হচ্ছে এখানে তা ১০০০ থেকে ১২০০ টাকা। দাম বেশি হওয়ার পরও এ বাজার থেকে মাছ কেনো নিবেন জানতে চাইলে তিনি বলেন, আমাদের পরিবারের সদস্য সংখ্যা কম, তাই মাছও কম লাগে। পাইকারি বাজারে একহালির কম মাছ নেওয়া যায় না। তাই বাধ্য হয়ে দ্বিগুন দামে এ বাজার থেকে কিনতে হয়।

পাইকারি ও খুচরা বাজারের ব্যবধান এতো বেশি কেনো এ বিষয়ে মাছ বিক্রেতা আরিফের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা পাইকারি বাজার থেকে মাছ কেনার পর এগুলো সংরক্ষণ করি। অনেক সময় বেশি দামে কিনতে হয়। তাছাড়া অনেক মাছ পচা থাকে যেগুলো বিক্রি হয় না। তাই গড়ে বিক্রি করি। এক্ষেত্রে দাম বেশি নেওয়া হয় না বলে দাবি করেন তিনি।

বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৮
ইএআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।