ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

'অ্যাম্বিয়েন্টে' অংশ নিচ্ছে বাংলাদেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৮
'অ্যাম্বিয়েন্টে' অংশ নিচ্ছে বাংলাদেশ সংবাদ সম্মেলনে প্রদর্শনীর আয়োজক প্রতিষ্ঠান মেসে ফ্রাঙ্কফুর্টের শীর্ষ কর্মকর্তারা

ঢাকা: বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যমেলা হিসেবে স্বীকৃত 'অ্যাম্বিয়েন্টে' অংশ নিচ্ছে বাংলাদেশ। আগামী বছরের ৮ থেকে ১২ ফেব্রুয়ারি এ মেলা অনুষ্ঠিত হবে জার্মানির ফ্রাঙ্কফুর্টে। ইউরোপের বাজার ধরতে বাংলাদেশি উদ্যোক্তাদের এটি একটি বড় প্ল্যাটফর্ম। গত ২৫ বছর ধরেই এ প্রদর্শনীতে বাংলাদেশের উদ্যোক্তারা কনজিউমার পণ্য প্রদর্শন করে আসছে।

মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনে প্রদর্শনীর আয়োজক প্রতিষ্ঠান মেসে ফ্রাঙ্কফুর্টের শীর্ষ কর্মকর্তারা এ তথ্য জানান।

মেসে ফ্রাঙ্কফুর্টের কনজিউমার গুডসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট স্টিফেন কুরজাওয়াস্কি বলেন, প্রতি বছরই ফেব্রুয়ারি মাসে জার্মানির ফ্রাঙ্কফুর্টে অ্যাম্বিয়েন্টে প্রদর্শনীটির আয়োজন করা হয়।

ভোগ্যপণ্য বা কনজিউমার গুডসের এ প্রদর্শনীতে শুধু বাণিজ্য নয়, এর সঙ্গে মেলবন্ধন হয় সৃজনশীলতারও।

তিনি বলেন, প্রদর্শনীটি বিশ্বের সবচেয়ে বড় এবং সবচেয়ে পরিচিত বাণিজ্য মেলাগুলোর একটি। সারা বিশ্বের ৮৮টি দেশ থেকে মোট ৪৩৭৬ জন প্রদর্শক এ প্রদর্শনীতে নেয়। ডাইনিং, রান্নার সরঞ্জাম, সিরামিক, কাচের পণ্য, হস্তশিল্প, পাটজাত পণ্য, স্টেশনারি, অলংকার, ঘর সাজানোর পণ্য, কস্টিউম জুয়েলারি, চামড়াজাত পণ্যসহ ঘরে ব্যবহৃত বিভিন্ন পণ্য সেখানে প্রদর্শন করা হয়।

বাংলাদেশের প্রস্তুতকারকদের একটি বড় অংশ নিজেদের ব্যবসার প্রচার এবং প্রসারের জন্য অ্যাম্বিয়েন্টেতে অংশ নেওয়ার জন্য অপেক্ষা করে বলে তিনি জানান। তিনি বলেন, হস্তশিল্প, সিরামিক ও গৃহসজ্জার বিভিন্ন উপকরণ তৈরিতে বাংলাদেশি প্রস্তুতকারকদের সুনাম বিশ্বব্যাপী।

এসময় জানানো হয়, গত বছরের মেলায় বাংলাদেশ থেকে রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্যাভিলিয়নে ৩২ জন প্রদর্শক অংশ নেয়। এদের মধ্যে উল্লেখযোগ্য হলো- বিডি ক্রিয়েশন, কনেক্সপো, আরএফএল প্লাস্টিক, শাইন পুকুর ও মুন্নু সিরামিক।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন মেসে ফ্রাঙ্কফুর্ট গ্রুপের বোর্ড মেম্বার ও মেসে ফ্রাঙ্কফুর্ট গ্রুপের মার্কেটিং কমিউনিকেশনের ডিরেক্টর এরডমান কিলিয়ান, মেসে ফ্রাঙ্কফুর্টের কমিউনিকেশনস ডিরেক্টর নাজনীন সালাহউদ্দীন, মেসে ফ্রাঙ্কফুর্ট বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ওমর সালাহউদ্দীন, হেড অফ অপারেশন্স মিসেস রুমানা আফরোজ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৮ 
এজেড/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।