উপকূলীয় জেলা লক্ষ্মীপুরে ভৌগলিক কারণে ও উপযোগী মাটি হওয়ায় নারকেলের বাম্পার ফলন হয়। এখানকার গ্রামে গ্রামে সারি সারি নারকেল গাছ।
সদর উপজেলার দালাল বাজার নারকেল বেচাকেনার বড় মোকাম। বাজারের আশপাশে বেশ কয়েকটা আড়ৎ রয়েছে। প্রতিদিন এসব আড়তে হাজার হাজার নারকেল থেকে ছোবড়া ছাড়ানো হয়।
দালাল বাজার এলাকার বাসিন্দা নারকেল ছোবড়া ছাড়ানো শ্রমিক নারায়ণ জানান, এক যুগের বেশি সময় ধরে নারকেলের ছোবড়া ছাড়ানের কাজ করেন তিনি। ৫০ পয়সা থেকে দেড় টাকা পর্যন্ত প্রতি পিসের ছোবড়া ছাড়ানোর কাজ নেন। এতে প্রতিদিন ৭০০ থেক ১২০০ টাকা রোজগার হয়।
শুধু দালাল বাজার এলাকাতে প্রায় ৫০ জন শ্রমিক এ কাজ করেন। এদের মধ্যে কেউ কেউ মাসিক চুক্তিতেও কাজ করছেন বলে জানা গেছে।
১৫ বছরের বেশি সময় ধরে নারকেলের ছোবড়া ছাড়াচ্ছেন ছোবড়া আমান উল্লাহ। বাংলানিউজকে তিনি জানান, এ কাজ করে পরিবার-পরিজন নিয়ে তিনি ভালোই আছেন।
একদিনে প্রায় ১৮শ’ থেকে ২ হাজার নারকেলের ছোবড়া ছাড়াতে পারেন রায়পুরের কামরুল। এতে ১২শ’ টাকার মতো আয় হয় বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ০৪১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৮
এমজেএফ