ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাজ‍ারে এলো বসুন্ধরার এক্সট্রিম মশার কয়েল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৮
বাজ‍ারে এলো বসুন্ধরার এক্সট্রিম মশার কয়েল বাজারে এলো বসুন্ধরার এক্সট্রিম মসকুইটো কয়েল/ছবি: শাকিল

ঢাকা: মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা দিতে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠান বসুন্ধরা পেপার মিলস্ বাজারে নিয়ে এলো ‘এক্সট্রিম মসকুইটো কয়েল’।

রোববার (১৬ সেপ্টম্বর) বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়াটার-২ কার্যালয়ে মশার কয়েলের মোড়ক উন্মোচন করেন ও কেক কাটেন বসুন্ধরা গ্রুপের পরিচালক ইয়াশা সোবহান।
 
এসময় বসুন্ধরা গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) মোস্তাফিজুর রহমান, প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) মির্জা মুজাহিদুল ইসলাম, বসুন্ধরা গ্রুপের পেপার সেক্টরের এক্সিকিউটিভ ডিরেক্টর (সেলস) মো. মাসুদুজ্জামান, হেড অব এসসিএম খায়রুল বশির খান, হেড অব এইচআর মো. দেলোয়ার হোসেন ও জেনারেল ম্যানেজার (মার্কেটিং) মোহম্মদ তৌফিক হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।


 
অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোস্তাফিজুর রহমান বলেন, অতি কার্যকরী ডাইমেফ্লুথ্রিন সমৃদ্ধ প্লান্ট ফাইবার দিতে তৈরি হওয়ায় কয়েলটি মাত্র ১৫ সেকেন্ডেই মশা দূর করতে কাজ করবে।
 
মোস্তাফিজুর রহমান আরও বলেন, ফাইবার কয়েল হওয়ায় এটি সহজে ভাঙবে না, একটানা আট ঘণ্টা নিরবিচ্ছিন্ন সুরক্ষা দিবে। পরিবেশবান্ধব, কম ধোয়া এবং এসিড মুক্ত হওয়ায় মানব স্বাস্থ্যেরও কোনো ক্ষতি করবে না।
 
অনুষ্ঠানে জানানো হয়, মশাবাহিত সংক্রামক ব্যাধি ডেঙ্গু জ্বর ও চিকুনগুনিয়া থেকে রক্ষা পেতে মানুষের সচেতন হওয়ার পাশাপাশি মশার কয়েলও ব্যবহার করতে হচ্ছে। তাই বাজারে নিম্নমানের বিদেশি কয়েলের জোয়ারে সাধারণ মানুষ বিড়ম্বনার শিকার হয়।
 
এ প্রেক্ষাপটে মশার কয়েলের বাজারে একটি মানসম্মত আধুনিক ও কার্যকর সমাধান দেওয়ার জন্য বসুন্ধরা পেপার মিলস্ এ কয়েল বাজারে এনেছে। বিদেশে রফতানির পাশাপাশি দেশের চাহিদা বিবেচনা করে প্রতিদিন উৎপাদন করা হচ্ছে ১২ লাখ পেয়ার কয়েল। প্রতি দশটি কয়েলের এক প্যাকেটের দাম নির্ধারণ করা হয়েছে ৫৫ টাকা। দ্রুতই দেশের বাজারে পাওয়া যাবে এ কয়েল।
 
বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৮
এসই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।