ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মাথাপিছু আয় ১৭৫১ ডলার, জিডিপি ৭.৮৬ শতাংশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৮
মাথাপিছু আয় ১৭৫১ ডলার, জিডিপি ৭.৮৬ শতাংশ একনেক সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অতিথিরা

ঢাকা: ২০১৭-১৮ অর্থবছরে মাথাপিছু আয় হয়েছে এক হাজার ৭৫১ ডলার। যা বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ৮৩ টাকা) প্রায় এক লাখ ৪৫ হাজার ৩৩৩ টাকা আয় হয়।

তবে লক্ষ্যমাত্রা থেকে এক ডলার কমেছে আয়। টাকার বিপরীতে ডলার শক্তিশালী হয়েছে বলে এমনটি হয়েছে।

এদিকে, মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি অর্জিত হয়েছে ৭.৮৬ শতাংশ। যা প্রাথমিক হিসেবে ছিল ৭.৬৫ শতাংশ।

মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মাথাপিছু আয় ও জিডিপি প্রবৃদ্ধির রিপোর্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে উপস্থাপন করা হয়।

সভা শেষে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) দেওয়া রিপোর্ট প্রকাশ করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

এসময় তিনি বলেন,  জিডিপি প্রবৃদ্ধি অর্জন রেকর্ড হয়েছে ৭ দশমিক ৮৬ শতাংশ। অথচ লক্ষ্যমাত্রা ছিল ৭.৪ শতাংশে। এছাড়া মাথাপিছু আয় হয়েছে এক হাজার ৭৫১ ডলার।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৮
এমআইএস/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।