ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

প্রবৃদ্ধি হবে ৭.৫ শতাংশ, এডিবি’র পূর্বাভাস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৮
প্রবৃদ্ধি হবে ৭.৫ শতাংশ, এডিবি’র পূর্বাভাস প্রতীকী

ঢাকা: ২০১৮-১৯ অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৭ দশমিক ৫ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

বুধবার (২৬ সেপ্টেম্বর) অাগারগাঁও সংস্থাটির ঢাকা কার্যালয়ে ‘এশীয়ান ডেভলপমেন্ট অাউটলুক ২০১৮’র এক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। ঢাকায় নিযুক্ত সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ প্রতিবেদনটি প্রকাশ করেন।

প্রতিবেদনে বাজেটের লক্ষ্যমাত্রা থেকে প্রবৃদ্ধি কম দেখানো হয়েছে। অথচ, ২০১৮-১৯ অর্থবছরে প্রস্তাবিত বাজেটে জিডিপি প্রবৃদ্ধির হার ৭ দশমিক ৮ শতাংশ ধরা হয়েছিলো।

প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, এক্সপোর্টখাতে প্রবৃদ্ধি স্থিতিশীল থাকলে কমবে ইমপোর্ট। প্রবৃদ্ধির ধারাবাহিকতা বজায় রাখতে বড় অবদান রাখবে সেবা ও শিল্পখাত। বিশ্ববাণিজ্যে সুখবর নেই, তারপরও এক্সপোর্ট ও রেমিট্যান্সখাতে অগ্রগতির ধারা স্থিতিশীল থাকবে।  বেসরকারি বিনিয়োগও জিডিপি প্রবৃদ্ধিতে ভালো অবদান রাখবে।

এসময় অারও উপস্থিত ছিলেন- এডিবির সিনিয়র ইকোনমিস্ট ছুন চ্যাং হং, এডিবির টিম লিডার অ্যান্ড এক্সটারনাল রিলেশনস গোবিন্দ বার, প্রিন্সিপাল কান্ট্রি স্পেশালিস্ট জয়তসানা ভার্মা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৮
এমঅাইএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।