ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রাজশাহীতে উন্নয়ন মেলা শুরু ৪ অক্টোবর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৮
রাজশাহীতে উন্নয়ন মেলা শুরু ৪ অক্টোবর রাজশাহী

রাজশাহী: রাজশাহীতে তিন দিনব্যাপী জাতীয় উন্নয়ন মেলা শুরু হচ্ছে আগামী ৪ অক্টোবর থেকে। ওইদিন সকাল ১০টায় রাজশাহী কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করা হবে।

এর আগে, সকাল ৯টায় মহানগরের আলুপট্টি বঙ্গবন্ধু চত্ত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে। শোভাযাত্রাটি মহানগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজশাহী কলেজে গিয়ে শেষ হবে।

রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর কবীর জানান, এবারের উন্নয়ন মেলা ব্যাপক আয়োজনে হবে। এ লক্ষ্যে জেলা প্রশাসনের প্রস্তুতি সভাও অনুষ্ঠিত হয়েছে।

মেলাকে সাফল্যমণ্ডিত করতে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান কাজ করছে। বর্ণিল শোভাযাত্রায় বাদক দল ছাড়াও হাতি ও রাজশাহীর ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি থাকবে।

তিনি আরও জানান, উন্নয়ন মেলার মধ্য দিয়ে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরা হবে। মেলায় সরকারি ও বেসরকারি দুইশ’ প্রতিষ্ঠান অংশ নেবে।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৮
এসএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।