ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

উন্নয়ন মেলায় প্রবাস গমনেচ্ছু কর্মী নিবন্ধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৮
উন্নয়ন মেলায় প্রবাস গমনেচ্ছু কর্মী নিবন্ধন

ঢাকা: বিদেশে দক্ষ কর্মী পাঠাতে বিভিন্ন উদ্যোগ চালু রয়েছে সরকারের। সরকারি প্রশিক্ষণ কেন্দ্রে সংশ্লিষ্ট কাজের প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষিত জনগোষ্ঠী পাঠানোর মাধ্যমে দেশের সুনাম ছড়িয়ে পড়ছে সারাবিশ্বে। সরকারের এই উন্নয়নমূলক কাজ তুলে ধরা হচ্ছে চতুর্থ উন্নয়ন মেলায়।
 
 

রাজধানীর শেরেবাংলা নগরে বাণিজ্য মেলার মাঠে গত বৃহস্পতিবার (৪ অক্টোবর) শুরু হয়েছে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা। এই মেলায় সরকারি বিভিন্ন দফতর ও সংস্থা তাদের কর্মকাণ্ড সম্পর্কে দর্শনার্থীদের অবহিত করছে।

পাশাপাশি কোনো কোনো প্রতিষ্ঠান মেলায়ই সেবামূলক সার্ভিস দিচ্ছে।
 
তেমনি প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে উন্নয়ন মেলাতেই বিদেশ গমনেচ্ছু কর্মীদের নাম নিবন্ধন এবং প্রাথমিক বাছাইয়ের কাজ চলছে। এজন্য মন্ত্রণালয়ের জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর স্টলে ভিড় দেখা গেছে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা নারী ও পুরুষ কর্মীদের।
 
স্টলে গিয়ে দেখা যায়, যারা গমনেচ্ছু, তাদের শারীরিক পরীক্ষার পর নিবন্ধন করা হচ্ছে। আবার কেবল নাম নিবন্ধনই হচ্ছে না। যে কর্মীরা প্রবাসে মারা গেছেন, তাদের পরিবারকে সরকারি অনুদানের চেকও দেওয়া হচ্ছে।
 
স্টলের কর্মীরা জানান, সরকারি মাধ্যমে বিদেশ যাওয়ার জন্য একজন নারী কর্মীকে অবশ্যই ২০-৪০ বছর বয়সী হতে হবে। আর ওজন হতে হবে ৫৫-৬০ কেজির মধ্যে। উচ্চতা হতে হবে অন্তত ৪ ফুট ৮ ইঞ্চি। এই মেলায় কর্মীদের প্রাকঃবহিগর্মন ব্রিফও (পিডিটি) দেওয়া হচ্ছে। পিডিটি শেষে তাদের একটা সনদও দেওয়া হচ্ছে। যে সনদ বিদেশ যাওয়ার ক্ষেত্রে সহায়ক হিসেবে কাজে লাগতে পারে।
 
সকাল থেকেই শতাধিক নারী কর্মীকে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর স্টলে লাইনে দাঁড়িয়ে নিবন্ধনের জন্য অপেক্ষা করছে দেখা যায়। তাদের পাশাপাশি বেশ কিছু পুরুষ কর্মীকেও দেখা যায় লাইনে।

স্টলকর্মীরা জানান, মধ্যপ্রাচ্যের দেশ কাতার, ওমান, বাহরাইন, সৌদি আরবসহ বিভিন্ন দেশে নারী কর্মী পাঠানোর জন্য নাম নিবন্ধন চলছে। অবশ্য মেলা ছাড়াও প্রতি শনিবার টিটিসি (কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র) সেন্টারগুলোতেও নিবন্ধন চলে।
 
নারী কর্মীদের যেসব প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তার মধ্যে রয়েছে- মাইক্রোওভেন, ফ্রিজ, ভ্যাকুয়াম ক্লিনার, আয়রন মেশিন চালানোসহ গৃহস্থালির যাবতীয় কাজ। এছাড়া যে দেশে গমনের জন্য নিবন্ধন করা হচ্ছে, দেওয়া হচ্ছে সেই দেশের ভাষার প্রশিক্ষণও।
 
স্টলে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের পরিদর্শক সুলতান আহমেদ বাংলানিউজকে বলেন, কেবল জাতীয় পরিচয়পত্র ও ছবি নিয়ে এলেও সহজে নাম নিবন্ধন করা যাবে।  

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৮
এসএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।