ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

করপোরেট গভর্ন্যান্স নিয়ে মালয়েশিয়ায় সম্মেলন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৮
করপোরেট গভর্ন্যান্স নিয়ে মালয়েশিয়ায় সম্মেলন আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য রাখেন মাহবুব উল আলম।

ঢাকা: জেনারেল কাউন্সিল ফর ইসলামিক ব্যাংকস অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন্স (সিবাফি) ও ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ-এর যৌথ উদ্যোগে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ অক্টোবর) মালয়েশিয়ার কুয়ালালামপুরে ‘করপোরেট গভর্ন্যান্স অব ইসলামিক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন্স: ওভারকামিং চ্যালেঞ্জেস অ্যান্ড ইমপ্লিমেন্টিং বেস্ট প্র্যাকটিসেস’ শীর্ষক এ সম্মেলন অনুষ্ঠিত হয়।  

এতে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. মাহবুব উল আলম সম্মেলনে সেশন বক্তা হিসেবে বক্তব্য রাখেন।

সম্মেলনে ইউরোপ, আমেরিকা ও আফ্রিকাসহ এশিয়ার বিভিন্ন দেশের ইসলামিক আর্থিক প্রতিষ্ঠানের বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন।

সম্মেলনে মাহবুব উল আলম বলেন, ইসলামী ব্যাংকগুলোর লক্ষ্য হলো আর্থ-সামাজিক উন্নয়নের জন্য কাজ করা, বন্টনমূলক সুবিচার নিশ্চিত করা এবং ভারসাম্যপূর্ণ অর্থনীতি বজায় রাখা। অর্থনীতিতে কৃত্তিম বুদবুদ সৃষ্টিকারী কর্মকাণ্ড সুদ, জুয়া, ফটকাবাজি ও অনিশ্চিত লেনদেন ইসলামিক আর্থিক প্রতিষ্ঠানগুলোতে হওয়ার সুযোগ নেই। এ বিষয়গুলো সর্বোচ্চ সচেতনতা ও স্বচ্ছতার সঙ্গে পরিপালনে ইসলামিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর বোর্ড কার্যকর ভূমিকা পালন করে থাকে যা স্টেকহোল্ডারদের অধিকার সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তিনি টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখতে ইসলামিক ফাইন্যান্সিয়াল সার্ভিসেস বোর্ড (আইএফএসবি)-এর নিদের্শনা মেনে চলাসহ সুশাসন নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আহবান জানান।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৮
পিআর/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।