ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সিলেট চেম্বারের চ্যাম্পিয়নশিপ অ্যাওয়ার্ড লাভ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৩ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৮
সিলেট চেম্বারের চ্যাম্পিয়নশিপ অ্যাওয়ার্ড লাভ কৃষিবিদ ইনস্টিটিউশন কমপ্লেক্সে অনুষ্ঠানের আয়োজন

সিলেট: প্রতিবন্ধীদের চাকরি প্রাপ্তিতে অবদান ও সহযোগিতার জন্য ‘বিবিডিএন চ্যাম্পিয়ন্স অব ডিজেবিলিটি ইনক্লুসিভ এমপ্লয়মেন্ট অ্যাওয়ার্ড’ লাভ করেছে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ।

শনিবার (২০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা কৃষিবিদ ইনস্টিটিউশন কমপ্লেক্সে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে এ অ্যাওয়ার্ড গ্রহণ করেন সিলেট চেম্বার সভাপতি খন্দকার শিপার আহমদসহ চেম্বার পরিচালকরা।

বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন (বিইএফ) ও বাংলাদেশ বিজনেস অ্যান্ড ডিজেবিলিটি নেওয়ার্কের (বিবিডিএন) উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে চলতি বছর প্রতিবন্ধীদের চাকরি প্রাপ্তিতে অসমান্য অবদান ও সহযোগিতার জন্য এ অ্যাওয়ার্ড লাভ করে সিলেটের ব্যবসায়ীদের বৃহৎ এই সংগঠন।

অনুষ্ঠানে অতিথিরা প্রতিবন্ধীদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সিলেট চেম্বার অব কমার্সের ভূয়সী প্রশংসা করেন।

এসময় বক্তরা বলেন, সকলে নিজ নিজ অবস্থান থেকে প্রতিবন্ধীদের কল্যাণে এগিয়ে এলে বাংলাদেশের প্রতিবন্ধীরা পিছিয়ে থাকবেনা।

সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি খন্দকার সিপার আহমদ বলেন, সিলেট চেম্বার সব সময়ই সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশ নিয়ে থাকে। দেশের জনসংখ্যার প্রায় ৯ শতাংশ প্রতিবন্ধীকে পেছনে রেখে সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত করা কষ্টসাধ্য। প্রতিবন্ধীরা কোনোভাবেই দেশের বোঝা নয়। সুযোগ পেলে তারাও দেশের উন্নয়নে অংশীদার হতে পারে। এজন্য সঠিক পৃষ্ঠপোষকতা প্রয়োজন।  

সিলেট চেম্বারকে প্রতিবন্ধীদের কল্যাণে কাজ করার সুযোগ দেওয়ার জন্য বিবিডিএন ও আইএলওকে আন্তরিক ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- বিইএফ’র প্রেসিডেন্ট কামরান টি রহমান, বিবিডিএন’র চেয়ারম্যান সালাহউদ্দিন কাসেম খান, আইএলও’র কান্ট্রি ডিরেক্টর মি. তৌমোপৌলটি আইনেন, বিবিডিএন’র কো-চেয়ারম্যান মোর্তেজা আর খান, সাদাফ সিদ্দিকী, ট্রাস্টি লায়লা রহমান কবির ও মনসুর চৌধুরী।

সিলেট চেম্বারের সহ-সভাপতি মো. এমদাদ হোসেন, পরিচালক মো. ওয়াহিদুজ্জামান (ভূট্টো), আব্দুর রহমান, মো. আতিক হোসেন এবং বিবিডিএন, বিইএফ, আইএলও’র ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৪০৪ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৮
এনইউ/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।