ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পার্বত্য অঞ্চলের উন্নয়নে এডিবির অনুদান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৭ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৮
পার্বত্য অঞ্চলের উন্নয়নে এডিবির অনুদান এডিবির লোগো

ঢাকা: পার্বত্য চট্টগ্রামে অবকাঠামো উন্নয়নে চার লাখ ৭১ হাজার ডলার অনুদান দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বাংলাদেশি মুদ্রায় যা প্রায়  চার কোটি টাকা। এই অনুদানে স্থানীয় জনগণের সক্ষমতা বৃদ্ধিতে কাজ করবে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি বা ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি)।

মঙ্গলবার (২৩ অক্টোবর) নগরীর আগারগাঁওয়ের এডিবি ঢাকা কার্যালয়ে এডিবি-ইউএনডিপির মধ্যে এ চুক্তি সই হয়।

এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ ও ইউএনডিপির আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জি এতে সই করেন।

পার্বত্য অঞ্চলের টেকসই উন্নয়নে এ অনুদান ব্যয় করা হবে।

মনমোহন প্রকাশ বলেন, ২০০০ সাল থেকে এডিবি পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সহায়তা দিয়ে আসছে। এর ধারাবাহিকতায় ২০১০ সালে গ্রামীণ উন্নয়ন প্রকল্প সম্পন্ন করা হয়েছে। অবকাঠামো শুধু উন্নয়ন করলেই হবে না, রক্ষণাবেক্ষণ খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে উন্নয়ন সহযোগী সংস্থা বা সরকারের পক্ষে সবসময় সংস্কার সংক্রান্ত সেবা দেওয়া সম্ভব না। তাই স্থানীয়দের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে তাদের কাজে লাগানো হবে।
 
বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৮
এমআইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।