ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

লেবানন থেকে আসছে দুই কোটি ডলারের বিনিয়োগ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৮
লেবানন থেকে আসছে দুই কোটি ডলারের বিনিয়োগ

ঢাকা: লেবানন থেকে দুই কোটি মার্কিন ডলারের (১৭০ কোটি ৭০ লাখ টাকা প্রায়) বিনিয়োগ আসছে বাংলাদেশে। শুক্রবার (২৬ অক্টোবর) এ বিষয়ে বাংলাদেশি ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার লক্ষ্যে ঢাকায় আসছে লেবাননের একটি প্রতিনিধি দল।

বাংলাদেশে লেবানিজ দূতাবাস সূত্র জানায়, লেবাননের রাজর ক্যাপিটাল কোম্পানি দুই কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে বাংলাদেশে। লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুল মোতালেব সরকার রাজর ক্যাপিটাল কোম্পানির অন্যতম শীর্ষ কর্মকর্তা রামজি ফারাহর সঙ্গে একাধিক বৈঠকে এ বিনিয়োগের বিষয়ে চূড়ান্ত হয়েছে।

রামজি ফারাহ বিনিয়োগের বিষয়ে আলোচনার জন্য শুক্রবার ঢাকায় আসছেন।

সূত্র আরও জানায়, লেবাননের বিনিয়োগকারী রামজি ফারাহ বিনিয়োগ নিয়ে আলোচনার লক্ষ্যে ইতোমধ্যেই বেশ কয়েকবার বাংলাদেশে এসেছেন। এছাড়া গত বছর বাংলাদেশ থেকেও একটি ব্যবসায়ী প্রতিনিধি দল এ বিষয়ে আলোচনার লক্ষ্যে লেবান গিয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১১২৭  ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৮
টিআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।