ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাংলাদেশি খাদ্যপণ্যের চাহিদা বাড়ছে ভারতে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৮
বাংলাদেশি খাদ্যপণ্যের চাহিদা বাড়ছে ভারতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক মেলার উদ্বোধনী অনুষ্ঠান

ঢাকা: ভারতের নর্থ-ইস্ট অঞ্চলে বাংলাদেশি খাদ্যপণ্যের চাহিদা বাড়ছে। ভারতের বাজারে বাংলাদেশি খাদ্য রফতানির সুযোগও বাড়ছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা।

বৃহস্পতিবার (২৫ অক্টোবর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক মেলার উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, ভারতে খাদ্যপণ্য রফতানির সুযোগ করে দিতে শুল্কমুক্ত ও কোটামুক্ত সুবিধা দেওয়া হয়েছে।

তবে ভারতের বাজারে খাদ্য রফতানি করতে বাংলাদেশকে কিছু নিয়ম নীতি মানতে হবে। বাংলাদেশি কিছু শিল্প কারখানাও ভারতে গড়ে উঠেছে।

ভারতীয় হাইকমিশনার আরো বলেন, ভারতে খাদ্যপণ্যের বড় মার্কেট আছে। আসুন দ্বিপাক্ষিকভাবে বিনিয়োগ করি কোনো প্রতিযোগিতার ভিত্তিতে নয়।

কৃষিপণ্য প্রসঙ্গে হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, বাংলাদেশকে ভারত নানাভাবে সহযোগিতা করছে। বাংলাদেশি খাদ্য প্রক্রিয়াকরণে ভারতীয় মেশিনারিজ ব্যবহার করা যেতে পারে।

এ সময় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৮
এমআইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।