ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মাস্টারকার্ডের উইন্টার ক্যাম্পেইন চালু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৮
মাস্টারকার্ডের উইন্টার ক্যাম্পেইন চালু ‘এক্সপ্লোর অ্যারাবিয়ান নাইটস ইন দুবাই উইথ মাস্টারকার্ড'

ঢাকা: শীত মৌসুমে মাস্টারকার্ড ‘এক্সপ্লোর অ্যারাবিয়ান নাইটস ইন দুবাই উইথ মাস্টারকার্ড' ক্যাম্পেইনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

সোমবার (২৯ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে নতুন এ ক্যাম্পেইন ঘোষণা করেন মাস্টারকার্ডের বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল।
 
জানা যায়, এ ক্যাম্পেইনে বিদেশি রিটেইল লেনদেন জোরদার করার লক্ষ্যে কার্ডহোল্ডাররা তাদের মাস্টারকার্ড ব্র্যান্ডেড ডেবিট, ক্রেডিট এবং প্রিপেইড কার্ড দিয়ে কেনাকাটা করে আকর্ষণীয় পুরস্কার জিতে নেওয়ার সুযোগ পাবেন।

ক্যাম্পেইনটির গ্র্যান্ড পুরস্কার হল তিন রাত এবং চার দিনের জন্য সঙ্গীসহ দুবাইয়ের একটি রোমাঞ্চকর ট্রিপ। যার সমস্ত খরচ বহন করবে মাস্টারকার্ড।
 
সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, বাংলাদেশে স্থানীয় ডিজিটাল লেনদেন উল্লেখযোগ্যভাবে বাড়ছে। পরবর্তী যুক্তিগ্রাহ্য ধাপ হচ্ছে, মাস্টারকার্ড হোল্ডারদের নিরাপদ এবং সুরক্ষিতভাবে আন্তর্জাতিক ডিজিটাল লেনদেনে পারদর্শী করে তোলা। ‘এক্সপ্লোর অ্যারাবিয়ান নাইটস ইন দুবাই উইথ মাস্টারকার্ড' ক্যাম্পেইনের মাধ্যমে দেশের বাইরে লেনদেন বৃদ্ধির জন্য ব্যবহারকারীদের ডিজিটাল পেমেন্টে আগ্রহী করে তোলার জন্য বিভিন্ন উৎসাহব্যঞ্জক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এ ক্যাম্পেইনের মাধ্যমে মানুষ আন্তর্জাতিক লেনদেনের পাশাপাশি  স্থানীয় পর্যায়েও ডিজিটাল লেনদেনে আরও বেশি আত্মপ্রত্যয়ী হয়ে উঠবে।
 
এ ক্যাম্পেইনে অংশগ্রহণকারীরা তাদের মাস্টারকার্ড ব্র্যান্ডেড ডেবিট, ক্রেডিট বা প্রিপেইড কার্ড ব্যবহার করে ন্যূনতম ২৫ মার্কিন ডলার বা এর চেয়ে বেশি মূল্যমানের যেকোনো কেনাকাটার জন্য ৩ পয়েন্ট পাবেন এবং দেশের অভ্যন্তরে ন্যূনতম ১০০০ টাকা বা এর চেয়ে বেশি টাকার কেনাকাটা করলে ২ পয়েন্ট পাবেন। বিজয়ীরা তাদের মাস্টারকার্ড ব্যবহার করে অর্জিত সর্বোচ্চ পয়েন্টের ভিত্তিতে নির্বাচিত হবেন। ক্যাম্পেইন চলবে ১ নভেম্বর ২০১৮ থেকে ৩১ ডিসেম্বর ২০১৮ পর্যন্ত।
 
এ ক্যাম্পেইনের অংশ হিসেবে মাস্টারকার্ড-ব্র্যান্ডেড কার্ড ব্যবহারকারীরা অন্যান্য আকর্ষণীয় পুরস্কার জিতে নেবারও সুযোগ পাবেন। এসব পুরস্কারের মধ্যে রয়েছে- আকর্ষনীয় লোকেশনে ট্র্যাভেল প্যাকেজ, বড় পর্দার টিভি, ট্যাবলেটস, হাত ঘড়ি, ডিনার কুপন এবং গিফট ভাউচার ইত্যাদি।
 
অনুষ্ঠানে মাস্টারকার্ড ব্র্যান্ড কার্ড সরবরাহকারী ব্যাংকগুলোর প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৮
এসই/এএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।