ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

জয়পুরহাটে কিং ব্র্যান্ড সিমেন্টের ‘রাজসভা’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৬ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৮
জয়পুরহাটে কিং ব্র্যান্ড সিমেন্টের ‘রাজসভা’ রাজসভা। ছবি: বাংলানিউজ

জয়পুরহাট: জয়পুরহাটে পরিবেশক ও নির্মাণ শ্রমিকদের নিয়ে ‘রাজসভা’ করেছে বসুন্ধরা গ্রুপের কিং ব্র্যান্ড সিমেন্ট।

মঙ্গলবার (২০ নভেম্বর) সন্ধ্যায় জয়পুরহাট শহরের স্বপ্নছায়া কমিউনিটি সেন্টারে শতাধিক পরিবেশক ও নির্মাণ শ্রমিকদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

রাজসভায় ভিডিও প্রজেক্টরের মাধ্যমে ভবন নির্মাণের সময় কিং ব্র্যান্ড সিমেন্ট ব্যবহার ও গুণগত মান নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে কিং ব্র্যান্ড সিমেন্টের দুর্গাদহ বাজারের পরিবেশক মতলেব উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিং ব্র্যান্ড সিমেন্টের রাজশাহী বিভাগীয় ডিএসএম মো. জিল্লুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন- স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) প্রধান নির্বাহী প্রকৌশলী মোস্তাক হোসেন।

আরও উপস্থিত ছিলেন- কিং ব্র্যান্ড সিমেন্টের বগুড়া এরিয়ার ডেপুটি ম্যানেজার মনিরুজ্জামান, জয়পুরহাট জেলার টেরিটোরি ম্যানেজার সাহাবুল আলম, ইঞ্জিনিয়ার মুঞ্জুরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে নির্মাণ শ্রমিকদের মধ্যে প্রতিষ্ঠানের পক্ষ থেকে উপহার সামগ্রী ও উপস্থিত সবাইকে নিয়ে র‌্যাফেল ড্র’র আয়োজন করা হয়। এতে টেকনিক্যাল সেশন পরিচালনা করেন ইঞ্জিনিয়ার মো. কাওসার হোসেন।

বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।