ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিএসআরএম’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৮
বিএসআরএম’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়

ঢাকা: বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস (বিএসআরএম) লিমিটেড এর ৫৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। কোম্পানির চেয়ারম্যান আলী হোসেন আকবর আলীর সভাপতিত্বে চট্টগ্রাম নগরীর স্মরনীকা কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় কোম্পানির ২০১৭-১৮ অর্থ বছরের নিরীক্ষিত হিসাব বিবরণী এবং পরিচালকমণ্ডলীর বিবরণী অনুমোদিত হয়। এছাড়া শেয়ার হোল্ডারদের সর্বসম্মতিক্রমে কোম্পানির পরিচালক এবং নিরীক্ষক নিয়োগ করা হয়।

এতে সভাপতি কোম্পানির ভবিষ্যত পরিকল্পনা, উৎপাদনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। শেয়ারহোল্ডাররা কোম্পানির বার্ষিক সাধারণ সভায় ১০ শতাংশ স্টক লভ্যাংশ এবং ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেন।

সভায় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক, কোম্পানি সচিবসহ বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৮
পিআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।