ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ই-টিআইএন বেড়েছে পৌনে ৬ লাখ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৭ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৮
ই-টিআইএন বেড়েছে পৌনে ৬ লাখ সাংবাদিকদের কাছে ই-টিআইএনধারীর সংখ্যা তুলে ধরা হচ্ছে-ছবি-বাংলানিউজ

ঢাকা: এ বছর নতুন করে করদাতা শনাক্তকরণ নিবন্ধন (ই-টিআইএন) ৫ লাখ ৮৭ হাজার ৯৮টি বেড়েছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) জিয়াউদ্দিন মাহমুদ।

সোমবার (৩ ডিসেম্বর) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় নিজ কার্যালয়ে সাংবাদিকদের কাছে এ তথ্য তুলে ধরেন তিনি। এসময় এনবিআরের প্রথম সচিব খন্দকার খুরশীদ কামালসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তিনি বলেন, আয়কর দিতে উৎসাহিত হয়ে ২০১৭ সালের ডিসেম্বর থেকে ২০১৮ সালের ৩ ডিসেম্বর পর্যন্ত ৫ লাখ ৮৭ হাজার বেড়ে টিআইএন দাঁড়িয়েছে ৩৮ লাখ ১৫ হাজার ৫০৪টিতে।

এর মধ্যে সপ্তাহব্যাপী (গত ১৩ নভেম্বর-১৯ নভেম্বর) আয়কর মেলায় নতুন করে ই-টিআইএন খোলা হয়েছে ৩৯ হাজার ৭৪৩টি। এর আগের বছর ৩০ নভেম্বর পর্যন্ত ই-টিআইএনধারীর সংখ্যা ছিলো ৩২ লাখ ২৮ হাজার ৪০৬টি।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৮
এমএফআই/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।