ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বেস্ট ইমার্জিং সিইও অ্যাওয়ার্ড পেলেন ইসলামী ব্যাংক এমডি

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৬ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৮
বেস্ট ইমার্জিং সিইও অ্যাওয়ার্ড পেলেন ইসলামী ব্যাংক এমডি বেস্ট ইমার্জিং সিইও ইন ইসলামিক ব্যাংকিং ২০১৮ অ্যাওয়ার্ড

ঢাকা: যুক্তরাজ্য ভিত্তিক ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স হাউজ ক্যামব্রিজ আইএফ অ্যানালিটিকা প্রদত্ত ‘বেস্ট ইমার্জিং সিইও ইন ইসলামিক ব্যাংকিং ২০১৮ অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও  মাহবুব উল আলম।

সম্প্রতি দুবাইয়ের জে. ডব্লিউ ম্যারিয়ট মারকুইস হোটেলে এক অনুষ্ঠানে ব্রিটেনের সাবেক মন্ত্রী ও গ্লোবাল কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টনারশিপস্-এর চেয়ারম্যান শাহিদ মালিকের কাছ থেকে তিনি এ অ্যাওয়ার্ড গ্রহণ করেন।

এসময় ক্যামব্রিজ আইএফএ-এর সিইও ড. শফিজা আজমী উপস্থিত ছিলেন।

একই অনুষ্ঠানে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডকে ‘দ্য স্ট্রংগেস্ট রিটেইল ব্যাংক অব বাংলাদেশ ২০১৮’ অ্যাওয়ার্ড দেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৮
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।