ঢাকা, রবিবার, ১৮ কার্তিক ১৪৩১, ০৩ নভেম্বর ২০২৪, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

স্বর্ণের দাম বাড়লো ভরিতে ১৫১৬ টাকা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৩ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৯
স্বর্ণের দাম বাড়লো ভরিতে ১৫১৬ টাকা স্বর্ণালঙ্কার।

ঢাকা: পাঁচ মাস পর আবারও বাড়লো স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের সোনা ২২ ক্যারেটের প্রতি ভরিতে বেড়েছে ১ হাজার ৫১৭ টাকা। অপরিবর্তিত রয়েছে সনাতন পদ্ধতিতে স্বর্ণ ও রূপার দাম।  

বুধবার (২ জানুয়ারি) থেকে ২২ ক্যারেটের প্রতিভরি স্বর্ণ বিক্রি হবে ৪৮ হাজার ৯৮৮ টাকায়।

মঙ্গলবার (১ জানুয়ারি) বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত এক  প্রেসবিজ্ঞপ্তিতে নতুন এ মূল্য সম্পর্কে জান‍ানো হয়েছে।

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে দেশের বাজারে স্বর্ণের দাম নির্ধারণ করা হয় বলে প্রেসবিজ্ঞপ্তিতে দাবি করেছে বাজুস।
 
এর আগে স্বর্ণের দাম নির্ধারণ হয়েছিলো গত বছরের ২২ ডিসেম্বর দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হলেও তা মধ্যরাতে স্থগিত করার ঘোষণা দেয় বাজুস।  
 
বাজুস নির্ধারিত নতুন মূল্য তালিকায় দেখা গেছে, সবচেয়ে ভালোমানের অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণ প্রতিভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) বিক্রি হবে ৪৮ হাজার ৯৮৮ টাকায়।

মঙ্গলবার পর্যন্ত এ মানের স্বর্ণের ভরিপ্রতি বিক্রয় মূল্য ছিল ৪৭ হাজার ৪৭২  টাকা। অর্থাৎ প্রতিভরিতে এ মানের স্বর্ণের দাম বেড়েছে এক হাজার ৫১৬ টাকা।
 
পরবর্তী দাম নির্ধারণ না হওয়া পর্যন্ত ২১ ক্যারেটের স্বর্ণ ভরিপ্রতি বিক্রি হবে ৪৬ হাজার ৬৫৬ টাকায়।
 
গত বছরের শনিবার (২৯ ডিসেম্বর) পর্যন্ত এ মানের প্রতিভরি স্বর্ণের বিক্রি মূল্য ছিল ৪৫ হাজার ১৯৮ টাকা। ভরিপ্রতি বেড়েছে এক হাজার ৪৫৮ টাকা।
 
আর ১৮ ক্যারেটের স্বর্ণ এক হাজার ৫১৬ টাকা বেড়ে ভরিপ্রতি বিক্রয় মূল্য দাঁড়িয়েছে ৪১ হাজার ৬৪০ টাকা। মঙ্গলবার পর্যন্ত এ মানের স্বর্ণের ভরিপ্রতি দাম রয়েছে ৪০ হাজার ১২৪ টাকা।
 
অন্যদিকে সনাতন পদ্ধতির স্বর্ণের ভরিপ্রতি ২৭ হাজার ৫৮৫ টাকা।

এদিকে স্বর্ণের দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম। ২১ ক্যাডমিয়ামের প্রতি ভরি রুপার বিক্রিমূল্য এক হাজার ৫০ টাকা।

বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৯
এসই/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।