বুধবার (০২ জানুয়ারি) সংশ্লিষ্টদের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
এতে বলা হয়, সম্প্রতি উত্তরার ৪ নম্বর সেক্টরে শোরুমটির উদ্বোধন করেন প্রাণ গ্রুপ-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ইলিয়াছ মৃধা।
‘ডেইলি শপিং’য়ের শোরুম থেকে চাল, ডাল, চিনি, দুধ, ঘি, মসলা, টয়লেট্রিজ পণ্য, শিশু খাদ্য, বেভারেজ, পার্সোনাল কেয়ার পণ্যসহ নিত্য প্রয়োজনীয় সব ধরনের পণ্য কিনতে পারছেন ক্রেতারা। এছাড়া নির্দিষ্ট কিছু পণ্যে রয়েছে বিভিন্ন ধরনের ছাড় ও অফার।
‘ডেইলি শপিং’য়ের অ্যাসিসট্যান্ট জেনারেল ম্যানেজার (অপারেশন) গালিব ফাররোখ বখত্ ও অ্যাসিসট্যান্ট ব্র্যান্ড ম্যানেজার মিরাজ সরকারসহ ডেইলি শপিংয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বর্তমানে রাজধানীর মধ্যবাড্ডা, বনশ্রী, নিকুঞ্জ, মিরপুর, উত্তরা, মোহাম্মদপুর, শঙ্কর, ধানমন্ডি, বাসাবো, খিলগাঁও, মধুবাগসহ বিভিন্ন স্থানে ডেইলি শপিংয়ের ৫৩টি শোরুম চালু রয়েছে।
বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৯
এমএ/