ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পেট বোতল-ফ্লেক্স রপ্তানিতে ভর্তুকি বাড়লো

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৯ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৯
পেট বোতল-ফ্লেক্স রপ্তানিতে ভর্তুকি বাড়লো

ঢাকা: পেট বোতল-ফ্লেক্স রপ্তানিতে ভর্তুকি ৫ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। এসব পণ্য রপ্তানিতে এখন ১০ শতাংশ ভর্তুকি পাওয়া যাবে। আগে দেওয়া হতো ৫ শতাংশ।

সোমবার (০৭ জানুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে বৈদেশিক মুদ্রা লেনদেনে নিয়োজিত ব্যাংকগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে।

এতে বলা হয়েছে, সরকারি সিদ্ধান্ত অনুসারে ২০১৮-২০১৯ অর্থ বছরে জাহাজিকৃত পেট বোতল-ফ্লেক্স রপ্তানির বিপরীতে ৫ শতাংশের পরিবর্তে ১০ শতাংশ হারে রপ্তানি ভর্তুকি প্রযোজ্য হবে।

পেট বোতল-ফ্লেক্স রপ্তানির বিপরীতে ভর্তুকি পরিশোধ সংক্রান্ত সব প্রজ্ঞাপনের নির্দেশনা যথারীতি বহাল থাকবে।

বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৯
এসই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।