ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সবাই বাংলাদেশকে ঋণ দিতে চায়: অর্থমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৬ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৯
সবাই বাংলাদেশকে ঋণ দিতে চায়: অর্থমন্ত্রী

ঢাকা: বৈশ্বিক ঋণ পরিশোধে বাংলাদেশ বিশেষ দক্ষতা দেখিয়েছে। যে কারণে সবাই বাংলাদেশকে ঋণ দিতে চায়। বৈদেশিক ঋণের কিস্তি দিতে বাংলাদেশ এক ঘণ্টা বিলম্ব করেনি  বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। 
 
 

বুধবার (০৯ জানুয়ারি) শেরে বাংলা নগরে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের এনইসি সভায় মন্ত্রী তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী কর্মকর্তাদের আহ্বান করে বলেন, আমাদের ঋণ সক্ষমতা ধরে রাখতে হবে।

এতে করে ভবিষ্যতে দেশের অবকাঠামো উন্নয়নের জন্য প্রয়োজনীয় বৈদেশিক অর্থায়ন সহজতর হবে।  

এসময় তিনি প্রকল্প বাছাইয়ের ক্ষেত্রে গ্রামীণ জীবনমান উন্নয়নের সঙ্গে সংশ্লিষ্ট ছোট আকারের প্রকল্পে ঋণ সহায়তা প্রদানে প্রাধিকার দেওয়ার জন্য নির্দেশনা দেন।  

ইআরডি’র কর্মকর্তাদের উদ্দেশ্যে মুস্তফা কামাল বলেন যে, তাদের অত্যন্ত শক্ত অবস্থানে থেকে বিভিন্ন আন্তর্জাতিক ও বিদেশি ঋণ সংস্থার সঙ্গে নেগোসিয়েশন করতে হবে, যেন বাংলাদেশের স্বার্থ সমুন্নত থাকে। এক্ষেত্রে ঋণচুক্তির শর্তসমূহ বাংলাদেশের অনুকূলে রাখার বিষয়টি নিশ্চিত করতে তিনি নির্দেশনা দেন।

এসময় ইআরডি সচিব মনোয়ার আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৯
এমঅসইএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।