শুক্রবার (১১ জানুয়ারি) দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
তিনি বলেন, আগের চেয়ে অনেক উন্নতি করছি আমরা।
বাজারে চালের দাম বৃদ্ধির বিষয়ে তিনি বলেন, ইতোমধ্যে আমি ও খাদ্যমন্ত্রী মিল মালিকসহ এই ট্রেডের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা কথা দিয়েছেন সপ্তাহ খানেকের মধ্যে দাম কমে আসবে। আশা করছি, খুব তাড়াতাড়ি বিষয়টির সমাধান হবে।
এর আগে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান। ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন।
এসময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, টুঙ্গীপাড়ার পৌর মেয়র শেখ আহম্মেদ হোসেন মির্জাসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৯
আরএ