ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মালিবাগে ইয়ামাহার নতুন শোরুম

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৯
মালিবাগে ইয়ামাহার নতুন শোরুম শোরুম উদ্বোধন করেছেন এসিআই মটরসের নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস ও মডেল পিয়া।

ঢাকা: রাজধানীর মালিবাগের চৌধুরীপাড়ায় ইয়ামাহা মোটরসাইকেলের নতুন শোরুম উদ্বোধন করা হয়েছে।

রোববার (২৭ জানুয়ারি) শোরুমটি উদ্বোধন করেন এসিআই মটরসের নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস ও ইয়ামাহার ব্র্যান্ড অ্যাম্বাসেডর মডেল জান্নাতুল ফেরদৌস পিয়া ।  

নতুন এই ডিলার পয়েন্টে ইয়ামাহার অন্যান্য ডিলার পয়েন্টের মতোই সেলস ও সার্ভিস এবং স্পেয়ার পার্টসের সেবা দেওয়া হবে।

 

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এসিআই মটরসের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এসিআই মটরস লিমিটেড বাংলাদেশের ইয়ামাহা মোটরসাইকেল এবং খুচরা যন্ত্রাংশের একমাত্র ডিস্ট্রিবিউটর।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।