ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এডিবির ঋণ নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ নম্বর ওয়ান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩১ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৯
এডিবির ঋণ নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ নম্বর ওয়ান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

ঢাকা: ৪৮টি সদস্য দেশের মধ্যে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এ অঞ্চলে সবচেয়ে বেশি ঋণ দিয়েছে বাংলাদেশকে। এমনকি ভারতের থেকেও বাংলাদেশকে বেশি ঋণ দিয়েছে এডিবি। এডিবি থেকে ঋণ নেওয়ার দিকে থেকে বাংলাদেশ নম্বর ওয়ান।

বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) শেরেবাংলা নগর পরিকল্পনা মন্ত্রণালয়ে এডিবি কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ ও ভারতীয় হাইকমিশনারের (ইনচার্জ) সাক্ষাৎ শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এ তথ্য জানান।  

মন্ত্রী আরও জানান, বিভিন্ন উন্নয়ন প্রকল্প এডিবি বাংলাদেশকে ৫ দশমিক ৮ বিলিয়ন ডলার ঋণ দিয়েছে।

অন্যদিকে ভারত এডিবি থেকে ঋণ নিয়েছে ৪ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলার। ঋণ নেওয়ায় আমরা ৪৮টি দেশের মধ্যে এক নম্বর। ঋণ নেওয়ার যেমন ভালো দিক আছে, অন্য দিকে খারাপ দিকও আছে।  

তিনি আরও বলেন, প্রতিনিধিরা রেলের গতি বাড়াতে বলেছে। আমরাও রেলের গতি বাড়াতে চাই। রেলে ঢাকা থেকে চট্টগ্রামে ৮ ঘণ্টা সময় লাগে। এটাকে কমিয়ে ছয় ঘণ্টায় আনতে চাই।

তিনি আরও বলেন, ভারতীয় এলওসি ঋণে বাস্তবায়িত প্রকল্পের গতি বৃদ্ধি করতে চাই। ভারত ও এডিবিও চায় প্রকল্পের বাস্তবায়ন গতি বাড়াতে, আমরাও চাই। প্রকল্পের বাস্তবায়ন গতি বাড়াতে সংশ্লিষ্টদের জবাবদিহিতার আওতায় আনা হবে।  

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৯
এমআইএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।