বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) শেরেবাংলা নগর পরিকল্পনা মন্ত্রণালয়ে এডিবি কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ ও ভারতীয় হাইকমিশনারের (ইনচার্জ) সাক্ষাৎ শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এ তথ্য জানান।
মন্ত্রী আরও জানান, বিভিন্ন উন্নয়ন প্রকল্প এডিবি বাংলাদেশকে ৫ দশমিক ৮ বিলিয়ন ডলার ঋণ দিয়েছে।
তিনি আরও বলেন, প্রতিনিধিরা রেলের গতি বাড়াতে বলেছে। আমরাও রেলের গতি বাড়াতে চাই। রেলে ঢাকা থেকে চট্টগ্রামে ৮ ঘণ্টা সময় লাগে। এটাকে কমিয়ে ছয় ঘণ্টায় আনতে চাই।
তিনি আরও বলেন, ভারতীয় এলওসি ঋণে বাস্তবায়িত প্রকল্পের গতি বৃদ্ধি করতে চাই। ভারত ও এডিবিও চায় প্রকল্পের বাস্তবায়ন গতি বাড়াতে, আমরাও চাই। প্রকল্পের বাস্তবায়ন গতি বাড়াতে সংশ্লিষ্টদের জবাবদিহিতার আওতায় আনা হবে।
বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৯
এমআইএস/এসএইচ