তিনি বলেন, বাংলাদেশ ও ভুটানের মধ্যে বাণিজ্য বৃদ্ধির সুযোগ রয়েছে। এ সুযোগ কাজে লাগাতে হবে।
সোমবার (০৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত সুনাম রাবগি’র সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন মন্ত্রী।
এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এফটিএ) মো. শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, ভুটান বাংলাদেশের বন্ধু রাষ্ট্র। ভুটান বাংলাদেশের স্বাধীনতাকে প্রথম স্বীকৃতি দিয়েছে, এজন্য বাংলাদেশ কৃতজ্ঞ। বাংলাদেশ ভুটানে তৈরি খাবার, তৈরি পোশাক, ওষুধসহ বিভিন্ন পণ্য রপ্তানি করে আসছে। তবে বিপুল পরিমাণ নির্মাণ সামগ্রী আমদানি করে বাংলাদেশ। এ কারণে ভুটানে রপ্তানির চেয়ে বাংলাদেশের আমদানি বেশি।
২০১৭-২০১৮ অর্থবছরে বাংলাদেশ ভুটানে রপ্তানি করেছে ৪ দশমিক ৪ মিলিয়ন মার্কিন ডলার, একই সময়ে আমদানি করেছে ৩২ দশিমক ২৮ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য।
বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৯
জিসিজি/এমজেএফ