বুধবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আয়োজিত রিহ্যাব ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে এ প্রতিশ্রুতি দেন রিহ্যাব সভাপতি আলমগীর শামসুল আলামিন কাজল।
সরকারের উদ্দেশে রিহ্যাব সভাপতি বলেন, পূর্বাচলে আমাদের একটা নির্দিষ্ট জমি দেন।
শামসুল আলামিন কাজল আরো বলেন, সরকার ২০৪১ সালের মধ্যে যে পরিকল্পনা নিয়েছে, আমরা তা বাস্তবায়নে অংশীদার হতে চাই। সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই।
অনুষ্ঠানে উপস্থিত গৃহায়ন ও গণপূর্তি মন্ত্রীর উদ্দেশে রিহ্যাব সভাপতি স্বল্প আয়ের মানুষদের জন্য কম দামে রিহ্যাবের মাধ্যমে ফ্ল্যাট দেওয়ার জন্য একটা কমিটি গঠন ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।
বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৯
ইইউডি/এমজেএফ