ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘২৫ লাখের ফ্ল্যাট ৩ লাখ টাকা দেখিয়ে ভ্যাট ফাঁকি নয়’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৯
‘২৫ লাখের ফ্ল্যাট ৩ লাখ টাকা দেখিয়ে ভ্যাট ফাঁকি নয়’ রিহ্যাব ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠান। ছবি: জিএম মুজিবুর

ঢাকা: আবাসন ব্যবসায়ীদের প্রতি  আহ্বান জানিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া বলেছেন, ভ্যাট যাতে সহনীয় পর্যায়ের মধ্যে থাকে, তা করা হবে। যতটুকু ভ্যাট ধরা হবে, ততটুকু যেন দেওয়া হয়, সেখানে যেন কোনো ফাঁকি দেওয়া না হয়। ২৫ লাখ টাকায় ফ্ল্যাট বিক্রি করবেন, আর দেখাবেন ৩ লাখ টাকা, এটা যেন না হয়। এভাবে ভ্যাট ফাঁকি দেবেন না।

রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বুধবার (০৬ ফেব্রুয়ারি) পাঁচদিনব্যাপী রিহ্যাব মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, চলতি বছর ভ্যাট আইন কার্যকর হবে।

তবে এটা ভাবার কারণ নেই যে, আমি ১৫ শতাংশ ভ্যাট দিয়ে আপনাদের জর্জরিত করবো। তবে যতটুকু নির্ধারণ করবো, তা আদায় করা হবে।
 
তিনি বলেন, ব্যবসা মানে ফাঁকি দেওয়া নয়। জাতীয় বাজেটে আপনাদের বিরাট অবদান রয়েছে। সারাদেশে আবাসন খাতে যে উন্নয়ন হয়েছে, তা তো আপনাদেরই অবদান।
 
‘আবাসন ব্যবসায় কিছু অসাধু মানুষ ঢুকে পড়েছে’ উল্লেখ করে মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, অনেক মানুষ টাকা দিয়েও ফ্ল্যাট পাচ্ছেন না। এসব ব্যবসায়ী রিহ্যাবের সদস্যও না। তাই মানুষ এখন ডেভেলপারদের কাছ থেকে ফ্ল্যাট বা বাড়ি কিনতে ভয় পাচ্ছেন। এসব থেকে বেরিয়ে আসা উচিত।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম।  

আবাসন মালিকদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং সোসাইটি অব বাংলাদেশের (রিহ্যাব) সভাপতি আলমগীর শামসুল আলামিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রিহ্যাবের সিনিয়র সহ-সভাপতি নূরন্নবী চৌধুরী শাওন ও প্রথম সহ- সভাপতি লিয়াকত আলী ভূঁইয়া প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৯
ইইউডি/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।