ঢাকা, মঙ্গলবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

৪০ হাজার ক্ষুদ্র উদ্যোক্তাকে এডিবি ঋণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৪২, ফেব্রুয়ারি ৬, ২০১৯
৪০ হাজার ক্ষুদ্র উদ্যোক্তাকে এডিবি ঋণ এশীয় উন্নয়ন ব্যাংক

ঢাকা: দেশে পিছিয়ে পড়া ৪০ হাজার ক্ষুদ্র উদ্যোক্তার জন্য ঋণ দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) মাধ্যমে এ ঋণ বিতরণ করা হবে।

বুধবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি-২ সম্মেলন কক্ষে এডিবি ও পিকেএসএফের মধ্যে এক চুক্তি স্বাক্ষরিত হয়।  

চুক্তি অনুযায়ী ৫ কোটি ডলার বা প্রায় ৪শ কোটি টাকা ঋণ দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

১২ শতাংশ সুদে এর ৭০ শতাংশই পাবেন নারী উদ্যোক্তারা।

চুক্তি সই করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ভারপ্রাপ্ত সচিব মনোয়ার আহমেদ ও এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ।  

যেসব উদ্যোক্তার জমির দাম বাদ দিয়ে ২০ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ থাকবে, তারাই এ ঋণ পাওয়ার ক্ষেত্রে যোগ্য বলে বিবেচিত হবেন। এছাড়া একজন উদ্যোক্তা ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন।

ক্ষুদ্রঋণ উন্নয়ন প্রকল্পটির আওতায় এই ঋণ। প্রকল্পের বাস্তবায়ন মেয়াদকাল ২০১৯ সালের জানুয়ারি থেকে ২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত। ঋণ সমাপ্তির তারিখ ২০২১ সালের জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

এ ঋণ ৫ বছর গ্রেস পিরিয়ডসহ ২০ বছরে পরিশোধযোগ্য এবং ঋণের জন্য অব্যয়িত অর্থের উপর শূন্য দশমিক ১৫ শতাংশ হারে কমিটমেন্ট চার্জ প্রযোজ্য হবে।
 
বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৯
এমআইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।