ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

তামাকপণ্যের বিজ্ঞাপন: মীনা বাজারকে দেড়লাখ টাকা জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:১৬, ফেব্রুয়ারি ২৭, ২০১৯
তামাকপণ্যের বিজ্ঞাপন: মীনা বাজারকে দেড়লাখ টাকা জরিমানা মীনা বাজারে পাওয়া তামাকপণ্যের বিজ্ঞাপন ধ্বংস করছেন ভ্রাম্যমাণ আদালত

ঢাকা: তামাকজাত পণ্যের বিজ্ঞাপন প্রচার করায় সুপারশপ মীনা বাজারকে দেড়লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) মোহাম্মদপুরের মোহাম্মদিয়া হাউজিং সোসাইটি এলাকায় অবস্থিত মীনা বাজারে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর বেনসন অ্যান্ড হেজেস ব্র্যান্ডের সিগারেটের বিজ্ঞাপন প্রচার করায় এ জরিমানা করা হয়।
 
ঢাকা উত্তর সিটি করপোরেশন অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে এই আদালত পরিচালনা করেন।


 
অভিযান শেষে নাহিদ আহসান বলেন, তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন মোতাবেক তামাকজাত দ্রব্যের সব ধরনের বিজ্ঞাপন প্রচার-প্রচারণা নিষিদ্ধ। তারপরেও চেইনশপ মীনা বাজার ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর বেনসন অ্যান্ড হেজেস সিগারেটের বিজ্ঞাপন প্রচার করছিল।
 
নির্বাহী ম্যাজিস্ট্রেট এসময় মীনা বাজারকে সাবধান করে বলেন, একই অপরাধ পুনরায় করলে তাদের বিরুদ্ধে মামলা করা হবে।
 
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় সহায়তায় ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশন অঞ্চল-৫ এর স্বাস্থ্য পরিদর্শক আব্দুল খালেক মজুমদার ও ঢাকা আহছানিয়া মিশনের প্রতিনিধিরা।
 
বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৯
এসই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।