ঢাকা, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

হালদা ভ্যালির সঙ্গে মীনা বাজারের চুক্তি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০০, মার্চ ৭, ২০১৯
হালদা ভ্যালির সঙ্গে মীনা বাজারের চুক্তি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে হালদা ভ্যালি ও মীনা বাজারের কর্মকর্তারা।

ঢাকা: হালদা ভ্যালির সঙ্গে মীনা বাজারের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় এখন থেকে হালদা ভ্যালির পণ্য মীনা বাজারের সব আউটলেটে পাওয়া যাবে।

মঙ্গলবার (৭ মার্চ) রাজধানীর ধানমন্ডিতে চেইন শপ মীনা বাজারের করপোরেট কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে স্বাক্ষর করেন হালদা ভ্যালি ফুড অ্যাড বেভারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শামীম খান এবং জেমকন ফুড অ্যান্ড এগ্রিকালচারাল প্রোডাক্টস লিমিটেডের সিও শাহিন খান।

 

মীনা বাজারে এখন থেকে অন্যান্য পণ্যর পাশাপাশি হালদা ভ্যালির জনপ্রিয় বিভিন্ন প্রকারের চা ড্রাগন ওয়েল গ্রিন টি, সিলভার নিডেল হোয়াইট টি, গোল্ডেন আইব্রো ব্ল্যাক টিসহ সব পণ্য পাওয়া যাবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হালদা ভ্যালির ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের হেড অব বিজনেস ডেভেলপমেন্ট আশিক পাশা, ব্যান্ড ম্যানেজার আজমাঈন রহমান, জেমকন ফুড অ্যান্ড এগ্রিকালচারাল প্রোডাক্টস লিমিটেডের জেনারেল ম্যানেজার (জিএম) ব্র্যান্ড আহমেদ সোয়েব ইকবাল, জেনারেল ম্যানেজার সাপ্লাই চেইন আবু রায়হান ভূঁইয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।