ঢাকা, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পায়রা বন্দর অর্থনৈতিক শান্তি দেবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৫১, মার্চ ১২, ২০১৯
পায়রা বন্দর অর্থনৈতিক শান্তি দেবে

ঢাকা: নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী (এমপি) খালেদ মাহমুদ চৌধুরী বলেছেন, পায়রা মানে শান্তি, এই পায়রা আমাদের শুধু মানসিক শান্তি নয়, এ বন্দরের মাস্টারপ্ল্যান বাস্তবায়ন হলে আমাদের অর্থনৈতিক শান্তি দেবে। 

সোমবার (১১ মার্চ) রাতে রাজধানীর সোনারগাঁও হোটেলে পায়রা বন্দরের ডিটেইল মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক স্টেকহোল্ডারদের সমন্বয়ে কর্মশালায় তিনি এ কথা বলেন। পায়রা বন্দর কর্তৃপক্ষ, বিআরটিসি (বুয়েট) ও রয়েল হাসকনিং ডিএইচভি (নেদারল্যান্ড) এ কর্মশালার আয়োজন করে।

প্রতিমন্ত্রী বলেন, পায়রা শুধু বন্দর নয়, এটি দেশের দক্ষিণাঞ্চলের পুরো সৌন্দর্যটাই ধারণ করে আছে। পায়রা বন্দরের মাস্টারপ্ল্যান বাস্তবায়ন হলে তখন অবশ্যই আমাদের দেশের একটি বিরাট ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের উন্নয়নের যে স্বপ্ন দেখেছেন তা বাস্তবায়ন হচ্ছে। দেশ এগিয়ে যাচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুস সামাদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ০১৪০ ঘণ্টা, মার্চ ১১, ২০১৯
এমএমআই/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।